Friday, March 25, 2022

ভয়ংকর ভুতের গল্প Bhuter Golpo

 


বাংলাদেশ তথা বাংলা লোকসাহিত্যে জীন-ভূত-পেত্নী-দৈত্য-দানো একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলার পুরনো আর নতুন উভয় যুগের রূপকথায় তথা গল্প-গাথায় প্রায়ই ভূতের ধারণা ব্যবহার করা হয়। আধুনিক বাংলা সাহিত্য, টেলি-সিরিয়ালেও ভূত নির্ভর গল্প ব্যাপক জনপ্রিয়তা পায়। ঠাকুরমার ঝুলিতে আছে ভূতের নানান ভূতিয়ালি গল্প।

এতদাঞ্চলে ব্যাপক জনপ্রিয় আরব্যোপন্যাস আলিফ লায়লায় দেখা যায় জীন-পরী (জিনের স্ত্রী লিঙ্গ) আর দৈত্য-দানোর অনেক ভীতিকর তেলেসমাতি কাণ্ড কারখানা। বাংলা লোকসাহিত্যে রাক্ষস-খোক্কসের দাপটও কম নয়।

এদিকে, বাংলার সনাতনী ধর্মমতে বিশ্বাস করা হয়, ভূত হল সেই সব অশরীরি আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি (যাদের অতৃপ্ত আত্মাও বলা হয়ে থাকে) বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে (যেমন খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা)। এছাড়াও বিশ্বাস করা হয়, অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে প্রেতাত্মা (সংস্কৃত) হিসেবেও উল্লেখ করা হয়।

প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেত্নী হিসেবে এবং পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয়ে থাকে। আর মুসলমান ধর্মমতে যত ধরনের অদৃশ্য অস্তিত্ব বিভিন্ন সময়ে ভীতিকর, আজগুবি বা অলৌকিক নানান কর্মকাণ্ড ঘটায় তারা আসলে জিন জাতির সদস্য। এরা ধোঁয়াহীন আগুনের শিখা থেকে তৈরি আপাত অদৃশ্য অস্তিত্ব, তবে বিভিন্ন আকার-আকৃতি ধরতে পারে।
👇👇👇👇 এই অ্যাপে উল্লেখিত কিছু গল্প নিচে তুলে ধরা হল 👇👇👇👇👇

👉 জোড়াবিলের অশরীরী
👉 ভৈরবের প্রতিশোধ
👉 সীমাহীন লালচে গতের্র অতলে আমরা
👉 চুড়েল
👉 ক্যাডেট কলেজে ভূত
👉 তিন রাজার প্রেতাত্মা
👉 ৪ ভূতুড়ে
👉 অতৃপ্ত আত্মার কাণ্ড
👉 ভুতের গল্প
👉 ভূতুড়ে নাটক
👉 আধ খাওয়া গরুর মৃত দেহ
👉 আমার আরো লাশ দরকার
👉 আতঙ্ক
👉 লাশগুলো তো বৃষ্টিতে ভিজছে লোকজন কোথায়?
👉 লাশ
👉 মানুষের রূপ ধরে অশরীরির কাণ্ড
👉 পিশাচ
👉 পচাদা
👉 গৃহপ্রবেশ
👉 মেসবাড়ি
👉 সেই রাতের অচেনা সঙ্গী
👉 সানাই
👉 প্ল্যানচেট
👉 অভিশপ্ত মূর্তি
👉 ভূতুড়ে ট্রেন
👉 রাতের বিভীষিকা
👉 ভয়ংকর সেই রাত
👉 পদ্মার পাড়ে
👉 ময়মনসিংহ রোডের একটি ভূতের ঘটনা
👉 ভারতের বর্ডারের কাছে একটা ঘটনা
👉 ভৌতিক ভ্যালেন্টাইন
👉 সেই ভূতূড়ে বাস
👉 একটি ভয়ঙ্কর রাত
👉 টিনের চালে ভুত
👉 মনুষ্য জ্বীন
👉 পিশাচ
👉 ভবিয়ে বাড়ীর একটি ঘটনা
👉 গভীর রাতের স্বপ্ন
👉 ভৌতিক কোয়াটার
👉 ভূতুরে চাঁদনীরাত
👉 অভিশপ্ত অটোরিকশা
👉 একটি ভয়ংকর ভুতের গল্প
👉 ভূতের চেয়েও ভয়ঙ্কর
👉 লাশকাটা ঘর
👉 রাতের অতিথি
👉 স্বামীজীর ভূতদর্শন
👉 পূর্ণিমার সেই রাত
👉 পৈতৃক ভিটা
👉 অতৃপ্ত আত্তা
👉 ভয়ংকর হাত
👉 ভয়ংকর রাত
👉 নির্জন পুকুরের ভূত
👉 অন্ধকার রাত
👉 ভুতুড়ে রাত
👉 জীবন্ত কবর
👉 লাশ কাঁটারি
👉 নিঁঝুম এক্সপ্রেস
👉 অন্তিম ডাক
👉 গল্পটি নিছক গল্প নয় সত্য ঘটনা
👉 আজ মায়ার বিয়ে
👉 একটি রোমান্টিক অলৌকিক গল্প
👉 ভয়াল রাত্রি
👉 ভয়ংকর রাত
👉 ভূতেদের সত্যিকারের বাসা
👉 আমার পা কোনো শক্তি পাচ্ছিলো না
👉 এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ
👉 জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া
👉 গ্রামে শীতের ভয়াল রাত্রি-
👉 প্রতিদিন বিকেল হলেই বাড়ী ফিরে আসে জাহিদ
👉 তখন চলতে ছিল আষাঢ় মাস
👉 আমি আগাগোড়াই রাজধানীতে বেড়ে উঠা মানুষ
👉 ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৫ বছর আগে
👉 রাত বেশি নয়,নয় টা সাড়ে নয় টা হবে হয়তো
👉 চারদিকে ঘুটঘুটে অন্ধকার
👉 বর্ষণ মুখর একটা সন্ধ্যা
👉 রাতের অ্যাম্বুলেন্স
👉 বটতলায় যখন নামলাম তখন রাত বারটা
👉 রহিমার রহস্যময় বিয়ে
👉 বাঘ
👉 মধ্যরাতে কঙ্কালের সাথে


এই ধরনের ভুতের কল্প-কাহিনী সর্ম্পকে জানতে "ভয়ংকর ভুতের গল্প"-Bhayankar Bhuter Golpo অ্যাপটি ডাউনলোড করুন।

Bhayankar Bhuter Golpo অ্যাপটি ভালো লাগলে ৫ স্টার দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।


No comments:

Post a Comment